২০১৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি
২০১৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল থেকে, তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৫ মে ২০১৭ তারিখ পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয় সময়সূচি অনুমোদন করে ওয়েবসাইটে প্রকাশ করেছে।
ব্যবহারিক পরীক্ষা চলবে ১৬ মে থেকে ২৫ মে ২০১৭ পর্যন্ত।
সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, আলিম ও এইচএসসি (ভোকেশনাল), দ্বাদশ ফাইনাল, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রুটিন / সময়সূচি (.pdf) ডাউনলোড করা যাবে এই লিংক থেকে: http://moedu.portal.gov.bd/sites/default/files/files/moedu.portal.gov.bd/notices/3fe0ce1d_0452_46c0_bbd5_4cebf2227ed4/134_02-02-2017_111040_1.PDF
অাগে এমসিকিউ : পরীক্ষায় অাগে বহু নির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেগুলোর ২৫ নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার সময় ২৫ মিনিট।
নির্দেশনা : পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ পেলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন