একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-২রাউজান কলেজের প্রতিটি বিভাগ কম্পিউটারের মাধ্যমে আলাদাভাবে কাজ করায় ডেটা আদান-প্রদানে বিভিন্ন সমস্যা হয়। এ জন্য কলেজের অধ্যক্ষ সব বিভাগকে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় এনে অফিসের যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে পদক্ষেপ নেওয়ার আগ্রহ দেখালেন এবং বাস্তবায়নের উদ্যোগ নিলেন।
প্রশ্ন:
ক. ডেটা ট্রান্সমিশন স্পিড কী?
খ. ওয়াই-ফাই জোনে ডেটা নিরাপত্তাব্যবস্থা কীভাবে করা যায়, তা ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের পরিবর্তিত ব্যবস্থায় ডেটা সংরক্ষণ-প্রক্রিয়া ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের কার্যক্রমে কোন ধরনের নেটওয়ার্ক উপযুক্ত। মতামতের পক্ষে যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: ক.
প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়, তাকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে।
উত্তর: খ.
ওয়াই-ফাই হচ্ছে একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি, যা রেডিও ওয়েভ ব্যবহার করে উচ্চগতিতে ডেটা আদান-প্রদান করতে পারে।
ওয়াই-ফাইয়ের অটো কনফিগারেশন ক্ষমতা আছে। ফলে সহজে এটি ব্যবহারযোগ্য। সর্বসাধারণের ব্যবহারে হ্যাকিং বা ওয়ামিং ডিভাইস যাতে প্রবেশ করতে না পারে, সে জন্য পাসওয়ার্ড, ডেটা এনক্রিপশন ও রাউটার ব্যবহার করা যেতে পারে। ফলে অনুমোদনহীন কোনো ডিভাইস নেটওয়ার্কে প্রবেশ করতে পারে না।
উত্তর: গ.
উদ্দীপকের পরিবর্তিত ব্যবস্থায় ডেটা সংরক্ষণে সার্ভারবেজড নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। এই নেটওয়ার্কে কেন্দ্রীয় কম্পিউটারটি সার্ভার হিসেবে কাজ করবে।
নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর তথ্য সার্ভার কম্পিউটারে জমা হবে। রাউজান কলেজে বিভিন্ন বিভাগে আলাদাভাবে প্রতিটি কম্পিউটারে ডেটা সংরক্ষণ করত। ফলে প্রয়োজনমতো ডেটা আদান-প্রদান করতে পারত না।
এখন উপযুক্ত অপারেটিং সিস্টেম, ডেটা ফাইল, বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার কলেজটির সার্ভার কম্পিউটারে রেখে ক্লায়েন্ট কম্পিউটারগুলো ব্যবহার করলে ডেটা বা রিসোর্স সার্ভারে জমা হবে।
উত্তর: ঘ.
বিভিন্ন কম্পিউটার কোনো যোগাযোগব্যবস্থা দ্বারা একসঙ্গে যুক্ত থাকলে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে।
সাধারণত ১ কিলোমিটার বা তার কম এরিয়ায় কম্পিউটার টার্মিনাল বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইসে ডেটা আদান-প্রদানের জন্য LAN ব্যবহূত হয়।
উদ্দীপকের শিক্ষাপ্রতিষ্ঠানের নেটওয়ার্ক, যা একটি ভবনে অবস্থিত বিভিন্ন বিভাগকে নেটওয়ার্কভুক্ত করা হয়েছে। এখানে সার্ভার পদ্ধতি ব্যবহার করেই নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয়েছে। ১০ কিলোমিটারের বেশি দূরত্বের একটি শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারের যে নেটওয়ার্ক তাকে বলা হয় MAN। এ ক্ষেত্রে ISP মাইক্রোওয়েভে টিভি নেটওয়ার্কের ব্যবহার প্রয়োজন। এতে খরচ বেশি হয়ে থাকে। আর ভৌগোলিক দূরত্বে কিছু LAN, MAN নিয়ে বিস্তৃত নেটওয়ার্ক হচ্ছে WAN, যে ক্ষেত্রে স্যাটেলাইট ব্যবহার করা হয়। এতে খরচও বেশি।
ওপরের আলোচনায় দেখা যায়, সার্ভার ব্যবহার ও দূরত্বের দিক বিবেচনায় প্রতিষ্ঠানটির জন্য LAN-ই উপযুক্ত।
মাস্টার ট্রেইনার
প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন