যারা
২০১৭ সালে এইচ এস সি পরীক্ষা দেবে তাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি পূর্ণ সৃজনশীল টেস্ট
১. বিখ্যাত চিকিৎসক প্রফেসর ড. চৌধুরী সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী নাগরিক। দেশে-বিদেশে তার যথেষ্ট সুনাম রয়েছে। তিনি ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে বাস্তব অনুভূতি সৃষ্টি করে শিক্ষার্থীদের হার্টের অপারেশন বোঝান। জনাব মাসুদ একজন সাধারণ মধ্যবিত্ত বাঙালি। হঠাৎ তার ছেলে ভীষণ অসুস্থ হয়ে পড়লে তিনি খুব বিচলিত হন। তথ্য প্রযুক্তির কল্যাণে ড. চৌধুরীর সাথে দ্রুত যোগাযোগ করেন এবং রোগীর সমস্ত বিবরণ ও রিপোর্ট পাঠান। ড. চৌধুরী সিঙ্গাপুরে অবস্থান করেই প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন এবং রোগী দ্রুত আরোগ্য লাভ করে।
ক. বিশ্বগ্রাম কী? ১
খ. পাটের জীবন রহস্য উম্মোচিত হয়েছে কোন প্রযুক্তির মাধ্যমে? ব্যাখ্যা কর। ২
গ. প্রফেসর ড. চৌধুরীর পাঠদান পদ্ধতি ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘সন্তানের চিকিৎসায় জনাব মাসুদ এর পদক্ষেপ এ দেশের ভুক্তভোগী জনগণের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত’- উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ কর। ৪
২. মোকররম সাহেব মেট্রোপলিটন এরিয়ার বিভিন্ন অফিসে ক্যাবল মাধ্যমে নিজস্ব নেটওয়ার্ক তৈরি করেন এবং তিনি তার হেড অফিস হতে শাখা অফিস নিয়ন্ত্রণ করেন। এতে তার ডেটা স্থানান্তর খুব ধীর হয়ে থাকে। যার ডেটা স্পীড
300bps। কিন্তু তিনি জানতে পারলেন বাংলাদেশ রেলওয়ে সারা দেশের সকল রেলস্টেশনে পরিবেশ বান্ধব বিশেষ তারের মধ্যদিয়ে অতিদ্রুত ডেটা আদান-প্রদান হয়ে থাকে। মোকাররম সাহেব তার নেটওয়ার্ক ক্যাবল পরিবর্তন করে রেলওয়ের মতো করার চিন্তা করেন।
ক. ডেটা কমিউনিকেশন কী? ১
খ. শ্রেণিকক্ষে পাঠদানকে কোন ট্রান্সমিশন মোডের সাথে তুলনা করা যায়? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে মোকররম সাহেবের সমস্যার কারণ চিহ্নিতপূর্বক ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে মোকররম সাহেবের সিদ্ধান্ত কতুটুকু ফলপ্রসূ হবে বলে তুমি মনে কর- যুক্তিসহ বিশ্লেষণ কর। ৪
৩.
ইনপুট
|
আউটপুট
|
ইনপুট
|
আউটপুট
|
|||
চ
|
ছ
|
জ
|
চ
|
ছ
|
জ
|
|
0
|
0
|
1
|
0
|
0
|
1
|
|
0
|
1
|
0
|
0
|
1
|
1
|
|
1
|
0
|
0
|
1
|
0
|
1
|
|
1
|
1
|
0
|
1
|
1
|
0
|
|
সত্যক সারণী-১ সত্যক সারণী-২
ক. লজিক গেইট কী? ১খ. AND গেইটে যে কোন একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা হয়-ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের সত্যক সারণী-১ কোন লজিক গেইটকে নির্দেশ করে- ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের সত্যক সারণী-২ এর নির্দেশক লজিক গেইট দ্বারা জ = চ + ছ সমীকরণ বাস্তবায়ন সম্ভব - বিশ্লেষণ কর। ৪
৪. ‘ক’ কলেজের অধ্যক্ষ নতুন করে প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েব সাইট তৈরি করেছেন। তার ওয়েবসাইটে শুধুমাত্র প্রতিষ্ঠানের তথ্যাদি দেখা ও পড়া যায়। তিনি ‘খ’ কলেজের ওয়েব সাইটে দেখতে পেলেন শিক্ষার্থীরা ঐ প্রতিষ্ঠানে ভর্তির জন্য সরাসরি আবেদন করতে পারেন। আবেদন ফি জমা দেওয়ার জন্য প্রতিষ্ঠানে আসতে হয় না। কম্পিউটারের মাধ্যমে আবেদন করার পর শিক্ষার্থী প্রবেশ পত্র প্রিন্ট করে নিতে পারে।
ক. অ্যাট্টিবিউট কী? ১
খ. টেবিলের ট্যাগে ২টি অ্যাট্রিবিউট ব্যাখ্যা কর। ২
গ. ‘ক’ কলেজে কোন ধরনের ওয়েব সাইট ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘খ’ কলেজের সাইটটি কোন ধরনের এবং এই ধরনের সাইটে কী ধরনের সুবিধা পাওয়া যায়? বিশ্লেষণ কর। ৪
৫. কলেজের আইসিটি শিক্ষক ১ থেকে ১০০ পর্যন্ত যোগ করে যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখতে বললেন। শিক্ষার্থীরা যে প্রোগ্রামটি লিখলেন তা নিুরূপ।
# include
<stdio.h>
#include
<conio.h>
main()
{
int a, m, n, s= 0;
scanf
("%d%d", &m, &n);
|
for (a = m; a
<=n; a++)
{
s=s+a ;
}
printf
("sum=%d", s);
getch ();
|
ক. লুপ কী? ১
খ. সি প্রোগ্রামিং এ প্রয়োজনীয় হেডার ফাইল কেন রহপষঁফব করা আবশ্যক-ব্যাখ্যা কর। ২
গ. শিক্ষকের নির্দেশ মোতাবেক সিরিজটির যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখ। ৩
ঘ. দুইটি প্রোগ্রামের মধ্যে কোনটি সুবিধাজনক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। ৪৬. একটি ডেটাবেজে ২টি টেবিল আছে, stu টেবিলে roll, name, addr ও phone নামে ৪টি ফিল্ড আছে info নামের অন্য একটি টেবিলে roll, bangla, eng, phy, che ও ict নামের ৬টি ফিল্ড আছে। উভয় টেবিলে roll ফিল্ডটি প্রাইমারী কী। ফলাফলশীট করার জন্য উভয় টেবিলে সম্পর্ক তৈরি করা হলো। যারা bangla ও eng -এ ৫০ এর বেশি নম্বর পেয়েছে অথবা phy, che ও ict-এ ৭০ এর বেশি নম্বর পেয়েছে তাদেরকে আলাদা করা হলো ।
ক. DBA কী? ১
খ. ডেটা ট্রান্সমিশনে নির্দিষ্ট নিয়মে এলোমেলো করে পাঠানো অধিকতর নিরাপদ-ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ফলাফলশীট করার জন্য কোন ধরনের রিলেশন করা হয়েছে?- বিশ্লেষণ কর। ৩
ঘ. উদ্দীপকের দেয়া শর্ত অনুযায়ী ডেটা পৃথক করার জন্য যে কমান্ডটি ব্যবহার করা হয়েছে তা বিশ্লেষণ পূর্বক মতামত দাও। ৪

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন