বাংলা সাহিত্য ..কবি পরিচিতি: কাজী নজরুল ইসলাম
১. কাজী নজরুল ইসলাম ইং ১৮৯৯ সালের ২৪শে মে জন্মগ্রহণ করেন। মৃত্যু বরণ করেন ১৯৭৩ সালের ২৯ শে আগস্ট।
২. তিনি বর্ধমান জেলার আসানসোল মহাকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
৩. তিনি বাংলা ১৩০৬ সনের ১১ই জ্যেষ্ঠ জন্ম এবং মৃত্যু বরণ করেন ১৩৮৩ সালের ১২ ই ভাদ্র।
৪. বাংলা সাহিত্যে তার উপাধি হল- বিদ্রোহী কবি, এছাড়াও তিনি প্রেমের কবি, মানবতার কবি হিসাবে পরিচিত।
৫. তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদেও পাশে তার কবর স্থান।
৬. নজরুল ইসলাম রচিত
নাটক: আলেয়া, পুতুলের বিয়ে, ঝিলিমিলি,
কাব্যগ্রন্থ: অগ্নিবীণা, বিষেরবাশি, সিন্ধুহিন্দোল।
উপন্যাস: মৃত্যুক্ষুধা, ব্যাথার দান।
শিশুতোষ রচনা: ঝিঙেফুল, পিলেপটকা, ঘুমজাগানো পাখি, ঘুমপাড়ানো মাসিপিসি ইত্যাদি।
৭. কাজী নজরুলকে ১৯৭২ সালের ঢাকায় আনা হয় এবং ১৯৭৪ সালে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়।
৮. তাঁর সাহিত্যিক ছদ্ম নাম হল: ধুমকেতু, ব্যাঙাচি।
৯. নজরুল ছোটবেলায় লেটোগানের দলে যোগদেন।
১০. তিনি সেনাবাহিনীতে: হাবিলদার পদে যোগদান করেন।
১১. তাঁর রচিত পত্রিকা: ধুমকেতু, লাঙল, দৈনিক নবযুগ।
১২. তিনি শাষন, শোষন ও অত্যাচারের বিরুদ্ধে উদ্দীপনা মূলক কবিতা লিখেছেন।
১৩. তিনি প্রথম “আনন্দমীর আগমণী” কবিতা লিখে কারা বরণ করেন।
১৪. নজরুলের লেখ প্রথম কাব্য অগ্নিবীণা এবং প্রথম কবিতা হল মুক্তি।
১৫. তিনি রবীন্দ্রনাথকে “বসন্ত” নাটক উৎসর্গ করেন।
১. কাজী নজরুল ইসলাম ইং ১৮৯৯ সালের ২৪শে মে জন্মগ্রহণ করেন। মৃত্যু বরণ করেন ১৯৭৩ সালের ২৯ শে আগস্ট।
২. তিনি বর্ধমান জেলার আসানসোল মহাকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
৩. তিনি বাংলা ১৩০৬ সনের ১১ই জ্যেষ্ঠ জন্ম এবং মৃত্যু বরণ করেন ১৩৮৩ সালের ১২ ই ভাদ্র।
৪. বাংলা সাহিত্যে তার উপাধি হল- বিদ্রোহী কবি, এছাড়াও তিনি প্রেমের কবি, মানবতার কবি হিসাবে পরিচিত।
৫. তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদেও পাশে তার কবর স্থান।
৬. নজরুল ইসলাম রচিত
নাটক: আলেয়া, পুতুলের বিয়ে, ঝিলিমিলি,
কাব্যগ্রন্থ: অগ্নিবীণা, বিষেরবাশি, সিন্ধুহিন্দোল।
উপন্যাস: মৃত্যুক্ষুধা, ব্যাথার দান।
শিশুতোষ রচনা: ঝিঙেফুল, পিলেপটকা, ঘুমজাগানো পাখি, ঘুমপাড়ানো মাসিপিসি ইত্যাদি।
৭. কাজী নজরুলকে ১৯৭২ সালের ঢাকায় আনা হয় এবং ১৯৭৪ সালে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়।
৮. তাঁর সাহিত্যিক ছদ্ম নাম হল: ধুমকেতু, ব্যাঙাচি।
৯. নজরুল ছোটবেলায় লেটোগানের দলে যোগদেন।
১০. তিনি সেনাবাহিনীতে: হাবিলদার পদে যোগদান করেন।
১১. তাঁর রচিত পত্রিকা: ধুমকেতু, লাঙল, দৈনিক নবযুগ।
১২. তিনি শাষন, শোষন ও অত্যাচারের বিরুদ্ধে উদ্দীপনা মূলক কবিতা লিখেছেন।
১৩. তিনি প্রথম “আনন্দমীর আগমণী” কবিতা লিখে কারা বরণ করেন।
১৪. নজরুলের লেখ প্রথম কাব্য অগ্নিবীণা এবং প্রথম কবিতা হল মুক্তি।
১৫. তিনি রবীন্দ্রনাথকে “বসন্ত” নাটক উৎসর্গ করেন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন